ইউরোপ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত

আফগানিস্তানের বাদাখশান প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্স বলছে, বিমানটি রাশিয়ার। আর ভারত বলছে, এটি মরক্কো'র। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছুই জানায়নি দুই দেশ।

রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার (২১ জানুয়ারি) ছয়জন যাত্রী নিয়ে রাশিয়ায় অবতরণ করার কথা ছিল একটি বিমানের। তবে সেটি শনিবার (২০ জানুয়ারি) রাতেই আফগানিস্তানের আকাশে উড়ার সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

রয়টার্স বলছে, বিমানটি ছিল চার্টার অ্যাম্বুলেন্সের একটি ফ্লাইট। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল বলে জানিয়েছে তারা।

তবে এক টুইট বার্তায় ভারতীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ভারতীয় কোনো বাণিজ্যিক ফ্লাইট কিংবা চার্টার বিমান ছিল না। এটি মরক্কোর একটি ছোট বিমান। বিস্তারিত এখনো জানা যায় নি বলে জানিয়েছে তারা।

আফগানিস্তানের পুলিশ জানায়, উত্তর আফগানিস্তানের বাদাখশান প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানটি রাতে পাহাড়ি ও দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানায় তারা।

এসএসএস