দেশে এখন
0

কক্সবাজারে 'মেরিন ড্রাইভ আলট্রা' ম্যারাথন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নান্দনিক পরিবেশে তৃতীয়বারের মতো শুরু হয়েছে মেরিন ড্রাইভ আল্ট্রা-ম্যারাথন। ৩ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন দেশি-বিদেশি ২৮৭ দৌড়বিদ। সমুদ্র উপকূলের মোহনীয় পরিবেশে ম্যারাথনে অংশ নিতে পেরে দারুণ খুশি তারা।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে কক্সবাজারের ইনানী সৈকত থেকে শুরু হয় ২৮৭ দৌড়বিদের প্রতিযোগিতা। আঁকাবাঁকা পথে তাদের যেন স্বাগত জানায় অপরূপ প্রকৃতি। দীর্ঘ পথচলা, তবুও ক্লান্তির ছাপ নেই। কেউ এবারই প্রথম, কারও আছে দ্বিতীয়বার বা তৃতীয়বার অংশ নেয়ার অভিজ্ঞতা। সমুদ্র উপকূলের এমন মোহনীয় পরিবেশে ম্যারাথনে অংশ নিতে পেরে দারুণ খুশি তারা।

ইনানী থেকে টেকনাফ পর্যন্ত ৫০, ১০০ ও ১৬১ কিলোমিটার দূরত্বের তিন ক্যাটাগরিতে এই আলট্রা ম্যারাথনের সময়সীমা ৮, ১৯ ও ৩৩ ঘণ্টা। যার আয়োজক ট্রাভেলার্স অব বাংলাদেশ। কক্সবাজারের ব্র্যান্ডিং করার ক্ষেত্রে এই ম্যারাথন বড় ভূমিকা রাখবে এবং এটি দেশে আরও জনপ্রিয় হবে বলে মনে করছেন আয়োজকরা।

মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন দৌড় পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, 'এবছর আমরা চ্যারিটি রান একটা ক্যাটাগরি করেছি শুধুমাত্র ফান্ড তৈরি করার জন্য। সারা পৃথিবীতে দৌড়ের সময় চ্যারিটি আলাদা একটা ক্যাটাগড়ি থাকে। বাংলাদেশে এটি এবারই প্রথম।'

এবারের আয়োজনে অংশ নিচ্ছেন তৃতীয় লিঙ্গ আর বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষও।

এসএস