দেশে এখন
0

দুই দিনেও পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়'

মানিকগঞ্জ

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ৩টি ট্রাক উদ্ধার হলেও এখনো হদিস মেলেনি নিখোঁজ মাস্টারের।

দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে সকালে যোগ দেয় জাহাজ 'রুস্তম'। কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় আরও একটি ট্রাক। এনিয়ে উদ্ধার হয় তিনটি ট্রাক। এদিকে ২ দিনেও নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়'।

বিআইডব্লিউটিএ বলছে, 'প্রত্যয়' না পৌঁছানোয় ফেরিটি উদ্ধারে এখনো শুরু করা যায়নি মূল উদ্ধার অভিযান। এরআগে বুধবার সকালে, মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ২০ জনকে।

বিআইডব্লিউটিএ'র পরিচালক মো. শাহজাহান বলেন, 'পদ্মায় স্রোত এবং কুয়াশা আছে, ওখানে ৪০-৫০ ফিট পানি আছে। গত দুইদিনে কিছুটা বালি জমেছে। এগুলো অপসারণ করে আমাদের উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর