ফরিদপুরে নিখোঁজের একদিন পর বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা থানা
ফরিদপুরের নগরকান্দা থানা | ছবি: সংগৃহীত
0

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখুড়হাটির উত্তরপাড়া এলাকায় কুমার নদী থেকে নিখোঁজের একদিন পর বিএনপি কর্মী ফিরোজ শেখের (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ কুমার নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত ফিরোজ শেখ নগরকান্দা উপজেলার নিখুড়হাটি পশ্চিমপাড়ার বাসিন্দা ও মৃত শাহজাহান শেখের ছেলে। তিনি সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নিখড়হাটির উত্তরপাড়া এলাকায় কুমার নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং শনাক্ত করে।

নিহত ফিরোজ শেখ বিএনপির একজন সমর্থক ছিলেন তিনি নিখুর হাটির এলাকার বিএনপির নির্বাচনি কমিটির সভাপতি ছিলেন। স্থানীয়দের দাবি, তিনি গত কয়েকদিন ধরে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদের পক্ষে এলাকায় প্রচারণায় সক্রিয় ছিলেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আযাদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুমার নদী থেকে ফিরোজ শেখের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এএইচ