রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে টিসিবি'র কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, 'যারা সৎভাবে ব্যবসা করবে তাদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। আর যারা পণ্য মজুত করবে তাদের কোন ছাড় নয়।'
রমজান পর্যন্ত টিসিবি'র পণ্য মজুত এবং সরবরাহে ঘাটতি নেই বলেও জানান মন্ত্রী। বলেন, 'ট্রাক দিয়ে শুরু করে এখন দোকানে এসেছি। সামনের দিকে ন্যায্য মূল্যে সবখানে যেন সকাল-বিকাল পণ্য নিতে পারে সেই ব্যবস্থা নেয়া হবে।'
ভোক্তার মাধ্যমে বাজার তদারকি করা হচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভয়-ভীতি বা জরিমানা নয়, পণ্যের উৎপাদন এবং আমদানিতে সমন্বয় করে বাজার স্বাভাবিক রাখতে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়। জানান, ডিলারদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিবছর তাদের নিয়োগ এবং তদারকি করবে সরকার।
এছাড়া পোশাক শ্রমিকদের টিসিবি কার্ডের আওতায় আনতেও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।