অর্থনীতি
0

অর্থপাচার রোধে নজর দিতে হবে: সিপিডি

দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতা গেলো পাঁচ বছরে আরও কমেছে বলে দাবি করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।

বুধবার (১৭ জানয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে ২০২৩ এর ব্যবসা পরিবেশ নিয়ে জরিপ তুলে ধরে সংস্থাটি। তারা বলছে ব্যবসার পরিবেশ উন্নয়নে অর্থপাচার রোধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বেশি নজর দিতে হবে।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'প্রচলিত চ্যালেঞ্জগুলোর সাথে নতুন ধরনের চ্যালেঞ্জযুক্ত হয়ে ব্যবসার পরিবেশটুকু আরও জটিল হয়েছে। যে ধরনের ব্যবসার পরিবেশ আছে তাতে যে চ্যালেঞ্জ রয়েছে তাতে ব্যবসায়ীদের ভেতরে বৈষম্য আরও বৃদ্ধি পাবে। সেটির জন্যই আমরা বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের কথা বলেছি।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর