বিদেশে এখন , মুদ্রাবাজার
অর্থনীতি
0

ফ্রান্সে গলানো হলো ২ কোটি ৭০ লাখ কয়েন!

ভুলের খেসারত হিসেবে গলিয়ে ফেলা হলো ২ কোটি ৭০ লাখ কয়েন। এমন বিচিত্র ঘটনা ঘটেছে ইউরোপের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ ফ্রান্সে। দেশটির সরকার ও টাকশাল কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝিতে গচ্চা গেল প্রায় ১৫ লাখ ইউরো।

ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুমোদন না নিয়ে কয়েন তৈরির মাশুল গুণতে হয়েছে দেশটিকে। সম্প্রতি বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় টাকশাল 'মঁনে দি প্যারি'।

ইউরোপীয় ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ১৫ বছর পর একবার ইউরোর নকশা পরিবর্তন করতে পারে সদস্য দেশগুলো। তবে এক্ষেত্রে অনুসরণ করতে হবে ইইউ'র আইন। যেখানে বলা হয়েছে নকশা পরিবর্তনের ক্ষেত্রে ৭ দিনের মধ্যে অনুমোদন নিতে হবে ইইউ কমিশন ও সদস্য দেশগুলোর কাছ থেকে। তবে সবুজ সংকেত না নিয়েই বিদায়ী বছরের নভেম্বরে নতুন ডিজাইনের ১০, ২০ ও ৫০ সেন্টের কয়েন তৈরি করে ফ্রান্সের জাতীয় টাকশাল।

ইইউ কমিশনের অভিযোগ কয়েনগুলোর নকশায় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি সংস্থাটির ১২ তারকা খচিত পতাকাকে। অনুমোদন না নিয়ে তৈরি করায় বাধ্য হয়েই গলিয়ে ফেলতে হলো প্রায় ১৫ লাখ ইউরো সমমূল্যের কয়েন।

এমন বিতর্কের মাঝেই অভিযোগ-পাল্টা অভিযোগে ব্যস্ত ফরাসি সরকার ও জাতীয় টাকশাল কর্তৃপক্ষ। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, টাকশাল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই জনগণের অর্থের বদলে ভুলের খেসারত দিতে হবে টাকশালের নিজস্ব অর্থের মাধ্যমে।

তবে টাকশাল প্রধান জানান, নতুন কয়েন তৈরির বেঁধে দেয়া সময় অনুযায়ী কাজ করেছেন তারা। নকশার অনুমোদন নেয়া সরকারের কাজ। তাই এমন ভুলের দায়ভার নিতে হবে ফরাসি সরকারকে।