ভবনের দ্বিতীয় তলার নীচের বিমগুলো দুর্বল হয়ে পড়েছে। এছাড়া, প্রথম তলার ক্যাম্পানা গ্যালারিটি বন্ধ করে দিয়ে দ্বিতীয় তলার ৬৫ জন জাদুঘর কর্মীকে স্থানান্তর করা হয়েছে অন্য জায়গায়।
গেল ১৯ অক্টোবর দিবালোকে জাদুঘরের মূল্যবান রত্ন ও নিদর্শন চুরি হয়। যেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার পরই মূলত জাদুঘরের নিরাপত্তা ও অবকাঠামো দুর্বলের বিষয়টি সামনে আসে।





