ভুলের খেসারত হিসেবে গলিয়ে ফেলা হলো ২ কোটি ৭০ লাখ কয়েন। এমন বিচিত্র ঘটনা ঘটেছে ইউরোপের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ ফ্রান্সে। দেশটির সরকার ও টাকশাল কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝিতে গচ্চা গেল প্রায় ১৫ লাখ ইউরো।