ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে নিহত শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরকে ৭ দিনের মধ্যে অনুসন্ধান করে রিপোর্ট প্রদান করতে অন্তবর্তীকালীন আদেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া এক মাসের মধ্যে দেশের সব অনুমোদিত এবং অননুমোদিত হাসপাতালের তালিকা আদালতে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে।
একইসাথে এ ঘটনায় নিহত শিশু আয়ানের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না এবং হাসপাতালটির লাইসেন্স কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। গত ১৫ বছরে ইউনাইটেড হাসপাতালে তাদের অবহেলার কারণে কতজনের মৃত্যু হয়েছে তাও জানতে চেয়েছে আদালত। এদিন রিটকারী আইনজীবী আদালতকে বলেন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চিত্রনায়ক মান্নার, সে বিষয়েও চিকিৎসায় অবহেলার অভিযোগ করা হয়েছিল।
সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
গেল ৩১শে ডিসেম্বর আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে খৎনা করায় সাতারকুল বাড্ডা'র ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে সাত দিন পিআইসিইউ'তে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর ৭ জানুয়ারি মাঝরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।