চলতি অর্থ বছরের অর্ধেক সময়ে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে সারাদেশে আয়কর রিটার্ন জমা পড়েছে ২৮ লাখ ৮২ হাজার।
এরমধ্যে ডিসেম্বর মাসে জমা পড়েছে ৬ লাখ ৮২ হাজার। অপরদিকে মোট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ৯৮ লাখ। অর্থাৎ মোট টিনধারীর এক তৃতীয়াংশেরও কম রিটার্ন জমা দিয়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে রিটার্ন জমা পড়েছে ২২ লাখ ও জরিমানাহীন সময় বাড়ানোর পর পুরো ডিসেম্বরজুড়ে রিটার্ন জমা পড়েছে আরও ৬ লাখ ৮২ হাজার। এদিকে চলতি অর্থ বছরে এনবিআরের সাময়িক রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ৪৮ হাজার ৭৯৪ কোটি টাকা।
এর বিপরীতে আহরণ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৪৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটির ঘাটতি ১৬ হাজার ৪৪৫ কোটি টাকা। ঘাটতি পূরণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরিমানাহীন রিটার্ন জমার সময় জানুয়ারি পর্যন্ত দুই মাস বাড়ায় এনবিআর।