দেশে এখন
0

প্রথম কর্মদিবসে যা বললেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

মন্ত্রণালয় নিয়ে নতুন ভাবনা তুলে ধরছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ রোববার (১৪ জানুয়ারি) থেকে নিজ নিজ দপ্তরে অফিস শুরু করেছেন। নতুন মন্ত্রীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বায়ু দূষণ প্রতিরোধের পাশাপাশি বন সংরক্ষণ করতে হবে। আর টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘দলের নির্বাচনী ইশতেহার মেনে যে বিষয়গুলো পরিবেশের সাথে আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। এছাড়া কাজের জন্য কোন কাঠামো বদলের দরকার হলে সেটাও করা হবে।’

তিনি আরও বলেন, ‘কাজের দিক থেকে এক নম্বর মিনিস্ট্রি বানাবো। স্বচ্ছতার সাথে কাজ করতে চাই, এখানে দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।’

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেটের মতো অন্যান্য ফেডারেশনগুলোকে জনপ্রিয় করতে চাই।’

বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, ‘আমরা বিমানের মান ‍উন্নয়ন ও লাগেজ হ্যান্ডেলিং নিয়ে কাজ করতে চাই। এছাড়া নতুন রুটে বিমান পরিচালনার ব্যবস্থা করা হবে।’

পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এই খাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া হবে। একইসঙেগ্ পাট ও কৃষিজাত পণ্য উৎপাদনে সহায়তা করা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে চ্যালেঞ্জিং মন্ত্রণালয়। আমি সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা চাই।’

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কাজ চলছে। কারিকুলাম নিয়ে সমালোচনা আছে, মূল্যায়নের জায়গায় সীমাবদ্ধতাও আছে। সেখানে পরিবর্তন আসবে। সবাইকে নিয়ে আমরা কাজ করবো।’

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘এই সরকারের মেয়াদে চলমান কাজগুলো শেষ করতে চাই।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে না, এই সক্ষমতা সরকার দেখিয়েছে।’

স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘যারা অবহেলিত চিকিৎসা পায় না তাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেয়াই আমার প্রধান কাজ। আর সবাইকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া লক্ষ্যে পৌঁছাতে চাই।’

এসময় তিনি আরও বলেন, ‘আমার কোন প্রটোকল নেই। যে যখন উপদেশ নিয়ে আসতে চায়, তার জন্য আমার দরজা খোলা।’

গত বৃহস্পতিবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।