শনিবার (১৩ জানুয়ারি) টুঙ্গিপাড়ায় নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই আসনের সংসদ সদস্য শেখ হাসিনা।
অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি বলে জানান প্রধানমন্ত্রী। উস্কানি দিয়ে কেউ যেন দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক পর্যায়েও চক্রান্ত আছে। আমি মুসলিম নারী হয়ে ৫ বার ক্ষমতায় আসলাম, এটাও অনেক দেশের পছন্দ না।'
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যথাসময়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে বলে জানান সরকারপ্রধান। দ্রুত সরকার গঠন করায় প্রশ্নকারীদের সমালোচনাও করেন তিনি।
শেখ হাসিনা বলেন, 'আমি সময় নষ্ট করবো কেন, আমার কাছে একটি দিনেরও মূল্য আছে। কারণ, আমাকে উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে।'
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম আবারও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, 'আবার একটা ধাক্কা অর্থনীতির ওপর আসবে। যেসব জিনিস বিদেশ থেকে কিনত হয়, সেক্ষেত্রে আমাদের নিজেদের খাবার উৎপাদন বাড়াতে হবে।'
টুঙ্গিপাড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেষ জীবনে টুঙ্গিপাড়ায় অবস্থানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
এর আগে সকালে নতুন সরকারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান সরকারপ্রধান। দুই দিনের সফরের প্রথম কর্মসূচি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। এসময় রাষ্ট্রীয় সালাম জানায় তিন বাহিনীর চৌকস দল।
পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায়। এছাড়া গোপালগঞ্জ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে আরও একবার ফুল দেন দলীয় প্রধান শেখ হাসিনা।