দেশে এখন
0

সন্ধ্যায় শপথ নিচ্ছে নতুন মন্ত্রিসভা

নতুন মন্ত্রিসভার ৩৬ সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। এই মন্ত্রিসভায় দুইজন টেকনোক্রেটসহ পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন। আর প্রতিমন্ত্রী হচ্ছেন ১১ জন।

টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভের তিনদিন পর বুধবার সকালে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ নেতা নির্বাচিত হয়ে বিকেলে বঙ্গভবনে যান শেখ হাসিনা। সেখানে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

এরপরই শুরু হয় জল্পনা-কল্পনা। নতুন মন্ত্রিপরিষদে কে থাকবে আর কে নতুন যোগ হবে! সন্ধ্যা থেকে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের শপথ নেয়ার আমন্ত্রণ জানাতে থাকেন টেলিফোনে।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, এবার মন্ত্রিসভায় থাকছেন ৩৬ সদস্য। যার মধ্যে দুইজন টেকনোক্রেটসহ ২৫ জন হচ্ছেন পূর্ণ মন্ত্রী আর ১১ জন প্রতিমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী এবং ২৫ জন মন্ত্রী। আর প্রতিমন্ত্রীর তালিকা পেয়েছি ১১ জনের। এখানে আসার আগে আমি তাদেরকে টেলিফোনে এই তথ্য জানিয়েছি।'

তবে এই মন্ত্রিসভায়ও পুরনো অনেক মুখই বহাল থাকছেন। যাদের মধ্যে- আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খাঁন কামাল, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, নারায়ণ চন্দ্র চন্দ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, টেকনোক্র্যাট হিসেবে স্থপতি ইয়াফেস ওসমানের উপর আবারও ভরসা রেখেছেন প্রধানমন্ত্রী। এর আগে মন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, সাবের হোসেন চৌধুরী ও জাহাঙ্গীর কবির নানকও স্থান পেয়েছেন এবারের মন্ত্রিসভায়।

আর সংসদ সদস্যদের মধ্যে নতুন পূর্ণ মন্ত্রী হচ্ছেন মৌলভীবাজার-৪ থেকে নির্বাচিত আব্দুস শহীদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে নির্বাচিত র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ফরিদপুর-১ থেকে জয়ী আব্দুর রহমান, রাজবাড়ী-২ থেকে জিল্লুল হাকিম, ময়মনসিংহ-৯ থেকে আব্দুস সালাম এবং কিশোরগঞ্জ-৬ থেকে নাজমুল হাসান পাপন। আর টেকনোক্রেট মন্ত্রী হিসেবে স্থপতি ইয়াফেস ওসমান ছাড়াও এবারের নতুন চমক চিকিৎসক সামন্ত লাল সেন।

এদিকে প্রতিমন্ত্রী পদে নতুন মন্ত্রিসভায় পুরানোর মধ্যে থাকছেন নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী ও জাহিদ ফারুক। আর প্রতিমন্ত্রী হিসেবে নতুন মুখ সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু। যাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবারই প্রথম।

তবে কে, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত। বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তখন দপ্তর বণ্টন হবে। এরপরই জারি হবে প্রজ্ঞাপন।