দেশে এখন
0

টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ

আলোচনায় নতুন মন্ত্রিসভা ও দপ্তর বণ্টন

নির্বাচনের দৌড়ঝাপ শেষে আজ দপ্তরে আসেননি বর্তমান সরকারের অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী। তবে সরকারি কার্যদিবস হিসেবে সচিবালয়ের সব দপ্তর ও সেবা চালু ছিল।

এই নির্বাচনে জাতীয় সংসদ থেকে এরই মধ্যে ছিটকে পড়েছেন অন্তত ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। যেমন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসন থেকে পরপর দুইবারের সংসদ সদস্য এনামুর রহমান জয়ী হতে পারেননি।

এবার ভোটে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জয় পাননি। এছাড়া এই সরকারের শ্রম, সংস্কৃতি ও প্রাথমিক প্রতিমন্ত্রী পাননি নির্বাচনের জন্য নৌকার টিকিট। সচিবালয়ের দপ্তরে দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জয় পরাজয় নিয়ে গুঞ্জন চলছে ।

মঙ্গলবার গেজেট প্রকাশের পরই নতুন সরকার নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দৌড়ঝাপ শুরু হবে। দপ্তর কে হারাচ্ছে আর কে পাচ্ছেন এই আলোচনাও সচিবালয়ে চলছে। সরকার গঠনে খুব বেশি দেরি হবে না, আলাপকালে এমন ইঙ্গিত দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ১০ তারিখে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আগামী ১৪ জানুয়ারি দেশ পরিচালনায় আসছে নতুন সরকার।