জাপানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬১

0

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬১ জনে দাঁড়িয়েছে।

এক সপ্তাহ হলেও এখনও শতাধিক মানুষের খোঁজ মেলেনি। উদ্ধারকাজ চললেও অতিরিক্ত বৃষ্টি আর তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ওয়াজিমা আর সুজু শহরে।

এখন পর্যন্ত সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন। এছাড়া রাস্তাঘাট ভেঙে পড়ায় অনেক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সুজু শহরে ভূমিকম্পের ৫ দিন পর ৯০ বছর বয়সী জীবিত এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে।