দশ এ দুই পেয়েছি, বাকি আট জনগণ দেবে : ফেরদৌস

0

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকালে নিজের ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে। তার ভোট দেওয়ার পরপরই এই আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ বলেছেন, 'আমি আজকে বিস্মিত হয়েছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন আমাকে ভোট দিতে।'

আরও বলেন, 'শেখ হাসিনা ও তার মেয়ে আমাকে ভোট দিয়েছেন। আমি অলরেডি দুটো ভোট পেয়ে গেলাম। আমি কথা দিয়েছিলাম ঢাকা-১০ কে বানাবো দশ এ দশ। দশ এ দুই নম্বর পেয়ে গেলাম। বাকি ৮ নম্বর আজকে সারাদিনের মধ্যে পেয়ে যাবো।'

ভোট দিচ্ছেন ফেরদৌস আহমেদ

পরে ঢাকা-১৭ আসনের ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিজের ভোট দেন ফেরদৌস। ভোটার উপস্থিতি নিয়ে ফেরদৌস বলেন, 'এতোদিন যাদের কাছে গিয়েছি, যাদের পাশে ছিলাম। সে মানুষগুলো আস্তে আস্তে আসবে। আমার মনে হচ্ছে দুপুর নাগাদ আমরা একটা ভালো চিত্র দেখতে পাবো।'

প্রার্থী হিসেবে প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে ফেরদৌস বলেন, 'অবশ্যই এটি অন্যরকম অনুভূতি। প্রার্থী হিসেবে দারুণ লেগেছে যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি সেটার জন্য আরও ভালো লাগছে।'