এখন ভোট
0

ভোটের মাঠে প্রস্তুত নিরাপত্তা বাহিনীর ৮ লাখ সদস্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নেয়া হয়েছে ব্যবস্থা। পুলিশ, আনসার, বিজিবিসহ মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। এখন ভোটের দিনের অপেক্ষা। ভোট ঘিরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

তবে কতটুকু প্রস্তুত তারা? সরেজমিনে দেখতে ছুটির দিন সকালে রাজধানীর মিরপুরে বেইজ ক্যাম্প পরিদর্শন করেন বিজিবি প্রধান। জানান বিশেষায়িত বাহিনী র‌্যাব, ডগস্কোয়াডসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আধা সামরিক বাহিনীটি।

বিজিবি প্রধান জানান, দেশে ৪৮৫টি বেইজ ক্যাম্পে মোতায়েন আছে ১ হাজার ১৫৫ প্লাটুন বিজিবি। সতর্ক অবস্থানে আছেন গোয়েন্দারাও।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, 'আমি মনে করি না যে, বড় ধরনের কোন নাশকতা হবে। তবে যেকোন পরিস্থিতি মোকাবিলায় আমরা সবসময় প্রস্তুত আছি।'

এদিকে ভোটকে ঘিরে নিরাপত্তা বিধানে সারাদেশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য। নির্বাচন ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে রাজধানীর কাকরাইলে ব্রিফ করেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। বলেন, নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ। ব্যাপক উৎসাহ নিয়েই মানুষ ভোট দিতে আসবে বলে আশা করেন আইজিপি।

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, 'নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। সবাই দলে দলে এ নির্বাচনে অংশগ্রহণ করবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সবাই আমরা এক হয়ে কাজ করছি। যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো আমরা।'

এদিকে দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। সুষ্ঠু ভোট আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর