উর্ধ্বমুখী বিদেশি ফলের বাজারে এখন কিছুটা স্বস্তির হাওয়া বইছে। গত ১৫ দিনের ব্যবধানে প্রতিকেজি আপেল, আঙ্গুর, কমলা ও বেদানায় ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। তবে মাল্টা হাটছে উল্টো পথে। কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়েছে এই ফলটির দাম।
আঙ্গুরের বর্তমান দাম ২৮০-৩০০ টাকা। ১৫ দিন আগের দাম ৩৫০-৩৬০ টাকা।
আপেলের বর্তমান দাম ২৪৫-২৬০ টাকা। ১৫ দিন আগের দাম ২৬০-২৮০ টাকা।
বেদানা ছোট আকৃতির গুলোর বর্তমান দাম ২৪০-২৫০ টাকা। ১৫ দিন আগের দাম ৩০০-৩২০ টাকা।
বেদানা বড় আকৃতির গুলোর বর্তমান দাম ২৮০-৩০০ টাকা। ১৫ দিন আগের দাম ৩৮০-৪০০ টাকা।
কমলা লেবুর বর্তমান দাম ১৫০-১৬০ টাকা। ১৫ দিন আগের দাম ১৯০-২০০ টাকা।
মাল্টা লেবুর বর্তমান দাম ২৬০-২৬৬ টাকা। ১৫ দিন আগের দাম ২৩০-২৪০ টাকা।
ফলের দাম কমলেও বিক্রি বাড়েনি উল্টো বিকিকিনি কমে অর্ধেকে নেমেছে বলে দাবি বিক্রেতাদের। ফলের দাম কমলেও এখনও ক্রেতার নাগালের মধ্যে আসেনি তাই বিক্রি বাড়েনি।
ক্রেতারা বলছেন, প্রতিদিনের খাদ্য যোগান দিতে গিয়ে মূল্যস্ফীতির ধাক্কা সামলে ফল কিনতে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে।
এদিকে ব্যবসায়িরা বলছেন, ফল আমদানি করতে কেজিপ্রতি ১২০ টাকা শুল্ক দিতে হয়। সে কারণে তাদের খরচ বেশি হচ্ছে। তাই ফলের আমদানি শুল্ক কমানোর দাবি তাদের।
দেশের সবচে বড় বেনাপোল স্থলবন্দর থেকে ফল আমদানি করে ব্যবসায়িরা নিয়ে আসেন শহরের মণিহার এলাকার ফলপট্টিতে। এখানকার প্রায় আড়াইশো আড়তে প্রতিদিন ১০ থেকে ১৫ গাড়ি ফল বিক্রি হয়। বাজার মূল্যে ২ থেকে আড়াই কোটি টাকা। ফলের দাম ক্রেতার নাগালের মধ্যে আনতে আমদানি শুল্ক কমানোসহ বাজার মনিটারিংয়ের দাবি সংশ্লিষ্টদের।