আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা তারেক রহমানের নির্দেশে নির্বাচনের দিন বোমা হামলার ছক আঁকছে। তাদের বিরুদ্ধে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানায় আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
তিনি বলেন, ৭ জানুয়ারি হবে ফাইনাল খেলা, এদিন ছাত্র সমাজসহ সবাইকে সাথে নিয়ে জিততে হবে আওয়ামী লীগকে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই অপরাজেয় বাংলা চত্বরে আসতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতা কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এবং বর্তমান নেতারাও। সমাবেশ শেষে টিএসসি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পদযাত্রা করেন আশপাশের এলাকাগুলোতে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা করা হয়।





