ওমরাহ পালনে গৃহীত উদ্যোগের সুফল পাচ্ছে সৌদি আরবের পর্যটন শিল্প

0

পর্যটনখাতকে গতিশীল করতে গৃহীত পদক্ষেপের সফলতা পেতে শুরু করেছে সৌদি সরকার। প্রতিবছরই বাড়ছে ওমরাহ পালনকারীর সংখ্যা।

মুসলমানদের অন্যতম ধর্মীয় আচার ও সবচেয়ে বড় জমায়েত হজের আনুষ্ঠানিকতা নির্দিষ্ট পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ হলেও ওমরাহ করা যায় প্রায় সারা বছর। সুনির্দিষ্টভাবে বললে ১০ মাস।

সৌদি হজ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, আরবি বছরের প্রথম দিন থেকে শাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত ওমরাহ পালনের জন্য নির্ধারিত। বছরের বাকি দু'মাস চলে হজের প্রস্তুতি।

পর্যটন খাতকে গতিশীল করতে নানা উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। পবিত্র হজ ও ওমরাহ ভ্রমণ সহজ করতে চালু করা হয় নুসুক অ্যাপ। ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ৯০ দিন। সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ৯৬ ঘণ্টার ট্রানজিট বা স্টপওভার ভিসা নিয়েও পালন করা যাচ্ছে ওমরাহ। তা ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শেনজেনভুক্ত দেশের নাগরিক বা ভিসাধারীরা ২৪ ঘণ্টার মধ্যে পাচ্ছেন ই-ভিসা। এতে করে দিন দিন বাড়ছে ওমরাহ পালনকারীর সংখ্যা।

এদিকে পবিত্র হজ ও ওমরাহ পালনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ ও ওমরাহ সেবা সম্মেলন ও প্রদর্শনী। রাজধানী জেদ্দায় চারদিনের সম্মেলন শুরু হবে জানুয়ারির ৮ তারিখে।

এসএস

আরও পড়ুন: