আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে- এ বিষয় জানতে চাইলে মন্ত্রী বলেন, এমন কোনো তথ্য আমার জানা নেই। পুলিশ পাঠিয়ে থাকতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ধরনের কিছু আসেনি।
নির্বাচন কমিশন সব মনিটর করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাকে মনে করছেন বদলাতে হবে, আমাদের কাছে তালিকা পাঠাচ্ছেন, তাৎক্ষণিক তাকে পাল্টে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত সবকিছু নজরদারিতে আছে আইনশৃঙ্খলা বাহিনীর। ভবিষ্যতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবো। দু'একটি ঘটনা ঘটেছে, জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।