ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১০ হাজার ৩শ'

শাহনুর শাকিব
ঢাকা
0

সারাদেশে ১০ হাজার ৩০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশনের কাছে তালিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ হাজার ৩০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা মোট ভোটকেন্দ্রের ২৫ শতাংশ।

মোট ৪২ হাজার ১৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করে মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইসি জানায়, দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

সংসদ নির্বাচন সামনে রেখে তরুণদের অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ দেওয়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এসএস

আরও পড়ুন: