ধর্ম
বিদেশে এখন
0

আমিরাতে বড়দিন ঘিরে রকমারি আয়োজন

অভিজিৎ শান্ত

উৎসব উপলক্ষে হোটেল-রেস্তোরাঁয় মিলছে বাহারি খাবার

খ্রিষ্টধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে উৎসবে মেতেছেন সংযুক্ত আরব আমিরাতে মানুষ। দুবাইয়ের দর্শনীয় স্থান, হোটেল ও অফিস পাড়ায় শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জা।

ছোট বড় শপিং মলে চলছে বিশাল মূল্য ছাড়। বড়দিনের বিশেষ কেক বাড়তি আকর্ষণ যোগ করেছে।

দেশটিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ লাতিন আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের অনেক নাগরিকের বসবাস। আমিরাতে ১০টি ক্যাথলিক চার্চসহ পঞ্চাশটির বেশি গির্জা আছে।

বড়দিন উদযাপনে পর্যটক ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের আকৃষ্ট করতে হোটেল ও রেস্তোরাঁয় নানা রকম খাবারের আয়োজন করা হয়েছে।

সারা বিশ্বের মতো বড়দিনের দৃষ্টিনন্দন আয়োজন নজর কাড়ছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের।

এভিএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর