দেশে এখন
এখন ভোট
0

নৌকায় ভোট দেয়ার আহ্বান শেখ হাসিনার

৬ জেলায় ভার্চুয়ালি জনসভা করেন আওয়ামী লীগ প্রধান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার তুঙ্গে। দেশজুড়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় গণসংযোগ করছেন শেখ হাসিনা। সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। এছাড়া ভার্চুয়াল প্রচারেও যুক্ত হচ্ছেন তিনি। বক্তব্যে বিভিন্ন জেলার উন্নয়ন কর্মযজ্ঞ ও আগামীর পরিকল্পনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী।

শনিবার ঢাকা জেলা কার্যালয় থেকে ছয় জেলায় ভার্চুয়াল জনসভায় যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি । কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, বরগুনা ও রাঙ্গামাটির সাধারণ জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, নির্বাচন ঠেকানোর জন্য নাশকতা করছে বিএনপি-জামায়াত। সারাদেশে অগ্নিসংযোগ করে নির্বাচন বানচাল করতে চায় তারা।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, 'নির্বাচন ঠেকানোর নামে ২০১৪ সালে বিএনপি আগুন সন্ত্রাস করেছিল। পুনরায় তারা একই কাজ করে যাচ্ছে। কয়েকদিন আগে রেলে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়েছে।'

গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।

প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমি চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। এতে গণতান্ত্রিক ধারাও অব্যাহত থাকবে।'

২০৪১ সালের মধ্যে স্মার্ট সরকার ও স্মার্ট অর্থনীতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।