উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বড়দিনে তুষারঝড়ের শঙ্কা

শীতের শুভ্রতায় সেজেছে কানাডার প্রকৃতি। গাছ-গাছালি, রাস্তা- ফুটপাত সবটাই দখলে নিয়েছে বরফ। বলা যায় কানাডা এখন এক বরফের রাজ্য।

ডিসেম্বরে কানাডার বিভিন্ন শহরে গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মার্চের শেষ পর্যন্ত দুই থেকে তিন গুণ কমবে পারদ। তখন সৌন্দর্য রুপান্তরিত হবে ভোগান্তিতে।

কানাডা প্রবাসীরা বলেন, ক্রমশ ঠান্ডা বাড়তে শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই তুষারপাত হওয়ার কারণে হাঁটাচলা করাও কঠিন হয়ে যাচ্ছে।

বর্তমানে কানাডা-যুক্তরাষ্ট্রজুড়ে চলছে বড়দিনের উৎসব। তবে তার আমেজ কোথাও চাপা পড়েছে বিরূপ আবহাওয়ার প্রকোপে। পুরো মহাদেশের কোথাও কোথাও এরইমধ্যে বয়ে গেছে খানিক তুষারঝড়। যা মনে করাচ্ছে গেলো শীতের 'বোম সাইক্লোন'কে।

থেকে থেকে তুষারপাত হলেও বড়দিন উদযাপনে মানুষের আগ্রহের কমতি নেই, যার প্রমাণ মিলছে বিপণী-বিতানগুলোতে। কানাডার রেস্তোরাঁগুলোতেও ব্যাপক ভিড় নানা পেশা ও বয়সের ক্রেতাদের।

উৎসবের উপহারসহ নানা কেনাকাটার পাশাপাশি শীতের বাজার সদাইও চলছে জমিয়ে। এই সময়ে সাধারণ জুতার বদলে মানুষের পায়ে ওঠে উইন্টার বুট।

ভারী জ্যাকেট-ইনার-প্যান্ট-গ্লাভস-মাংকি টুপি- ইত্যাদি পোশাকের সাজে যেন নভোচারী বনে যান শীতের দেশের মানুষ।