ইতিমধ্যেই সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো একদিনের ম্যাচ জিতেনি টাইগ্রেসরা। প্রথম ম্যাচে অনেকটা দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
১১৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় তারা। ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৯১ রানের ইনিংস খেলেন মুর্শিদা খাতুন। তাই দ্বিতীয় ম্যাচেও মাঠে আত্মবিশ্বাসী মেয়েদেরই দেখবে ক্রিকেটপ্রেমীরা।
দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।





