রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন প্রার্থীরা।
সকালে জাকের পার্টির দলীয় সিদ্ধান্তের কারণে একে একে ঢাকার ১৯টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন দলটির প্রার্থীরা।
এরমধ্যে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন ভাগাভাগি হলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা।
ঢাকা জেলার পাঁচটি আসনে আপিলের পর ৪৩ জন বৈধ প্রার্থী ছিলেন। সাত জনের প্রার্থিতা প্রত্যাহারের পরে এখন ভোটের মাঠে লড়বেন ৩৬ প্রার্থী। আসনগুলোতে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এছাড়াও, প্রার্থিতা ফিরে পেতে অনেকেই দ্বারস্থ হয়েছে উচ্চ আদালতের। আওয়ামী লীগের পাঁচ হেভিওয়েট প্রার্থী রয়েছেন রিট নিষ্পত্তির অপেক্ষায়।
মহানগরীর ১৫টি আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ১৫২ জন। মনোনয়ন প্রত্যাহারের পর বর্তমানে বৈধ প্রার্থী আছেন ১২৫ জন।