অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরু থেকেই দাপুটে খেলছিলো বাংলাদেশের যুবারা। টানা তিন জয়ে গ্রুপসেরা হয়ে নিশ্চিত করেছে সেরা চারের টিকিটি। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে সেমিফাইনালেও। শক্তিশালী ভারতকে হারিয়ে উঠে গেছে ফাইনালে।
ছোট ভাইদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন নিউজিল্যান্ডে অবস্থানরত বড় ভাইয়েরা। সে কারণে যুবাদের অভিনন্দন জানিয়েছেন শান্তরা।
নাজমুল হোসেন শান্ত বলেন, 'তোমরা খুবই ভালো খেলেছো। কোচিং স্টাফসহ সবার কঠোর পরিশ্রমের ফসল এটা।'
লিটন দাস বলেন, 'ফাইনালে পৌঁছানোর জন্য সবাইকে অভিনন্দন। পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা।'
সিনিয়র ক্রিকেটাররা যুবাদের শুধুমাত্র শুভেচ্ছাই জানাননি। ফাইনালে প্রতিপক্ষকে কিভাবে মোকাবিলা করতে হবে, দিয়েছেন সেই পরামর্শও।
মুশফিকুর রহিম বলেন, 'আমরা ট্রফিটা ডিজার্ভ করি, তাই আমরাই জিতবো।'
বিজয় বলেন, 'আর মাত্র একটা ম্যাচ বাকি। জয়ের এই ধারা অব্যাহত রাখতে হবে।'
আগে বাংলাদেশের যুবারা বিশ্বকাপ জিতলেও কখনও এশিয়া কাপ জেতেনি। বেশ কয়েকবার টুর্নামেন্টে ফেভারিটের তকমা নিয়ে খেললেও সেরা হওয়া হয়নি। সিনিয়র ক্রিকেটারদের আশা, যুব এশিয়া কাপে জয়টা এবার বাংলাদেশেরই হবে।
রোববার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বে যাদের কিনা একরকম বলে কয়ে হারিয়েছে জুনিয়র টাইগাররা। গ্রুপপর্বের ধারাটা যদি ফাইনালেও ধরে রাখতে পারে যুবারা, তাহলে বাংলাদেশের এশিয়া কাপ জেতা সময়ের ব্যাপার মাত্র।