দেশে এখন
0

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহর থেকেই শ্রদ্ধা- ভালোবাসায় সিক্ত হবে বীর শহীদদের স্মৃতিস্তম্ভ। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী। যাদের রক্তের বিনিময়ে এ দেশ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ।

মহান স্বাধীনতা ও বিজয়ের স্মারক জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণ জুড়ে শোভা পেয়েছে বাহারি ফুল। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে রং-তুলির আঁচড়ে পুরো এলাকা সেজেছে বিজয়ের রঙে।

জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী এবং লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার  স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত।'  

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের মূল বেদীসহ ধোয়া-মুছা এবং অঙ্কনের কাজ শেষ হয়েছে। আশা করি সুন্দরভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবো।'

বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘আমরা পরিদর্শনের জন্য এসেছি। সুন্দরভাবে প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আমি সন্তুষ্ট।'

সাজসজ্জার পাশাপাশি স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকায় থাকছে সিসি ক্যামেরার নজরদারি। আছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও।

ঢাকা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাভারসহ ঢাকা জেলার প্রতিটি জায়গায় আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি থাকবে।'

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ১৬ ডিসেম্বর রাষ্ট্রপ্রতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেয়া হবে এ সৌধ প্রাঙ্গণ।