বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা বিএনপির

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: এখন টিভি
0

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভাসহ ৩ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯ টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দুপুরে আলোচনার সভার আয়োজন করবে বিএনপি।

আরও পড়ুন:

এছাড়া ১৫ ডিসেম্বর বরেণ্য বুদ্ধিজীবী ও বিএনপি নেতাদের উপস্থিতিতেও আলোচনা সভার ঘোষণা দেয় দলটি।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধ নিবেদন ও জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে দলটি।

সেজু