নির্বাচন নিয়ে বিদেশি কোন চাপ নেই: পররাষ্ট্রমন্ত্রী

শাহনুর শাকিব
ঢাকা
0

বিদেশের কোন চাপ নেই, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নিজেদের চাপেই আছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের অবস্থান আমাদের মতোই। তারা সহিংসতাবিহীন এক সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু সহিংসতা করছে বিএনপি। তারা যে জ্বালাও পোড়াও করছে তাতে বিএনপির উপরই অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র।'

নির্বাচনকে মানুষ উৎসব মনে করে ভোট দিতে আসবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এসএস

আরও পড়ুন: