অপরদিকে কর অঞ্চল-৩ থেকে সেরা ব্যক্তি করদাতাও হয়েছেন দেশের শীর্ষ এই উদ্যোক্তা ও ব্যবসায়ী। সরকার ঘোষিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ (সংশোধিত) বিধান অনুযায়ী ২০২২-২৩ করবর্ষে তিন ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন আইডি নির্বাচিত হয়েছে।
যেসব আইডির মালিককে ট্যাক্স কার্ড দেওয়া হবে। এরমধ্যে ৭৬ জন ব্যক্তি, ৫৪টি কোম্পানি এবং অন্যান্য আরও ১১টি কার্ড দেওয়া হবে। সেরা নির্বাচিত ৭৬ ব্যক্তিকে আবার বিভিন্ন পেশাভিক্তিক আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে সিনিয়র সিটিজেন হিসেবে চতুর্থ অবস্থানে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান।
এছাড়াও ব্যক্তি করদাতার শীর্ষে রয়েছেন ব্যবসায়ী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, খাজা তাজমহল, ডা. মোস্তাফিজুর রহমান ও আব্দুল মুক্তাদির। ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা হয়েছেন-কাউছ মিয়া, গাজী গোলাম মূর্তজা, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম ও এসএম মাহবুবুল আলম।
সেরা করদাতার তালিকায় আরও আছে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, মহিলা, তরুণ করদাতা, বেতনভোগী, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলী, স্থপতি, অ্যাকাউন্টেড, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, ব্যাংকিং, অ-ব্যাংকি আর্থিক প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন, খাদ্যা ও আনুষাঙ্গিক, জ্বালানি, পাট শিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ঔষধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রিয়েল এস্টেট, তৈরি পোশাক, চামড়া শিল্প, ফার্ম, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যক্তি সংঘসহ অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান।