মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি জানায়, জান্তার সঙ্গে আলোচনার প্রয়োজন নেই। কারণ তাদের সামরিক বাহিনী দুর্বল। তারা এতোটাই শক্তিহীন হয়ে পড়েছে যে, ব্রাদারহুড অ্যালায়েন্সের দখল করা এলাকা পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় লোকবল ও সক্ষমতা তাদের নেই।
গত ২৭ অক্টোবর থেকে উত্তর মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে সংগঠিত আক্রমণের অংশ হিসেবে 'অপারেশন ১০২৭' চলছে। এরপর থেকে তিন জাতিগত সেনাবাহিনীর জোট উত্তর শান রাজ্যে চীনের সীমান্তবর্তী কোকাং স্ব-শাসিত অঞ্চলের বেশির ভাগ দখলে নিয়েছে।





