পিরোজপুরে কারেন্ট পোকার আক্রমণ, ক্ষতিগ্রস্ত কৃষক

0

কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর পাকা ধান

জেলার শেখমাটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাকা ধানে এ পোকার আক্রমণ দেখা দেয়ায় দিশেহারা কৃষক। নিয়মিত সার, কীটনাশক ব্যবহারের পরও পোকার আক্রমণে মাঠের সব ধান নষ্ট হয়ে গেছে বলে জানান তারা।

এই ধান দিয়ে এখন কিছুই করতে পারবেন না কৃষক। এদিকে জমির ফসল নষ্ট হলেও কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকরা।

গত কয়েক বছর বিভিন্ন গ্রাম ঘুরে ট্রাক্টর দিয়ে পাকা ধান মাড়াই করেন মনির হোসেনসহ আরও কয়েকজন। ট্রাক্টর চালকরা বলেন, এ এলাকায় পোকার আক্রমণে সব ধান নষ্ট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে আমরা চলে যাচ্ছি।

নাজিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, 'অতিরিক্ত সার প্রয়োগ ও নিম্নমানের কীটনাশক ব্যবহারের কারণে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে।'

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরিফ বলেন, 'যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করে সহযোগিতা করা হবে।'

এ বছর জেলায় ৬৫ হাজার ৬১৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে পোকার আক্রমণ ও ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ১৫-১৮ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে।

আরও পড়ুন: