অশোক কুমার দেবনাথ আরও জানান, বৈঠকে নির্বাচনের পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতা সম্পর্কে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি-না এই নিয়ে শুরু থেকেই নানামুখী বিশ্লেষণ করেছে ইইউ। প্রথমে পর্যবেক্ষক না পাঠানোর কথা জানালেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা। ইসির অনুরোধে শেষ পর্যন্ত পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সম্মত হয় ইউরোপীয় ইউনিয়ন। তবে এ বিষয়ে একের পর এক বৈঠক করছে তারা।
এই ধারাবাহিকতায় রোববারও নির্বাচন কমিশনে আসে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দল। এরমধ্যে দু'জন নির্বাচন বিশেষজ্ঞ এবং বাকি দুইজন কারিগরি বিশেষজ্ঞ। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব জানান, নির্বাচনী সামগ্রিক প্রস্তুতি ও বিভিন্ন আইন-বিধি বিধান সম্পর্কে জানতে চেয়েছেন তারা।
অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, 'ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা নির্বাচন ঘিরে সারাদেশে সফর করবেন। তাই নির্বাচনের আগে ও পরের সহিংসতার কোনো শঙ্কা আছে কি-না, তা নিয়েও জানতে চেয়েছে তারা।'
এদিকে, আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগ যে সমাবেশ ডেকেছে, নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী তার জন্য কমিশনের অনুমতি লাগবে বলে জানান ইসির অতিরিক্ত সচিব।
তবে অনুমতি না নিয়ে সমাবেশ করলে, কি ব্যবস্থা হবে- এমন প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।