দুবাই সিটি এক্সপোতে ঢুকতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে অংশগ্রহণকারীদের। এ নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথি ও পরিবেশকর্মীরা।
মূলত ২৮তম জলবায়ু সম্মেলনে এদিন শুরু হয় লিডারস সামিট। যেখানে বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। আর এজন্য সম্মেলনের মূল গেট আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত বন্ধ থাকায় সাধারণ অংশগ্রহণকারীদেস দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
এদিন সকালেই জাতিসংঘ ও আইওএম এর যৌথ উদ্যোগে এবারের সম্মেলনে এশিয়া ক্লাইমেট মবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড পান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বাধ্য হয়ে কক্সবাজারের গৃহহীন ৪ হাজার ৪শ পরিবারসহ দেশের বিভিন্ন স্থানে বাস্তুহারা মানুষদের সামাজিক বাড়ি নির্মাণের আওতায় বাসস্থান করে দেয়ার কারণে প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছেন।
এদিকে সম্মেলনের দ্বিতীয় দিন লস এন্ড ড্যামেজের আওতায় নতুন করে ১৬ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার ঘোষণা দেয় কানাডা। সব মিলিয়ে প্রথম দুই দিনে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ঘোষণা এলো জলবায়ু সম্মেলন থেকে। তবে এই অর্থ থেকে বাংলাদেশ তাদের প্রাপ্য কতটুকু আদায় করে নিতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। তিনি জানান, ঘোষিত এসব অর্থ বিশ্ব ব্যাংকের মাধ্যমে দেবে দেশগুলো।
