বিশ্বব্যাপী চলছে কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত চ্যাটবট তৈরির প্রতিযোগিতা। গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চলতি বছর বাজারে এনেছে নিজস্ব এআই চ্যাটবট। এবার এ তালিকায় নাম লেখালো অ্যামাজন।
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অ্যামাজন রিইনভেন্ট অনুষ্ঠানে চ্যাটবটটি উন্মুক্ত করার সময় অ্যামাজন ওয়েব সার্ভিসের সিইও জানান, নিরাপত্তা ও গোপনীয়তাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে কিউ। নতুন ধরনের এআই অ্যাসিস্ট্যান্টটিতে ব্যবহার করা হয়েছে ১৭ বছরের তথ্য। তাই ব্যবহারকারীদের প্রশ্নের গঠনমূলক উত্তর দিতে সহায়তা করবে কিউ। ডেটা বিশ্লেষণের পাশাপাশি ডেটা দিয়ে চার্ট তৈরি, এমনকি কোডিংয়েও সহায়তা করবে অ্যামাজরেনর চ্যাটবটটি। তবে চ্যাটজিপিটি, বার্ড কিংবা বিং এর মতো কিউকে সবার জন্য উন্মুক্ত করা হয়নি। শুধু বাণিজ্য খাত সংশ্লিষ্ট গ্রাহকরা অ্যামাজনের চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন।
অ্যামাজন জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি তাদের সব ধরনেতথ্য কিউকে দেয়, সেক্ষেত্রে চ্যাটবটটি কর্মীদের প্রয়োজনীয় ব্যবসায়িক পরামর্শ দেবে। বড় নথির সারাংশ তৈরির পাশাপাশি গ্রুপ চ্যাটের মাধ্যমে কর্মক্ষেত্রে কর্মীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দিকগুলো তুলে ধরতে সাহায্য করবে কিউ। চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে গুগল, মাইক্রোসফট ও ওপেন এআই এর বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ অনেক দিনের। তবে অ্যামাজন জানিয়েছে কিউ ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে কপিরাইটজনিত সমস্যার মুখে পড়তে হবে না।
প্রতিবছর মাত্র ২০ ডলার ব্যয়ে ব্যবহার করা যাবে কিউ। বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে উন্মুক্ত করা হলেও শিগগিরই এটি বিশ্বজুড়ে সব গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ।
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
Print Article
Copy To Clipboard
0
কিউ নামে নতুন চ্যাটবট চালু করলো অ্যামাজন
কিউ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন চ্যাটবট চালু করলো টেক জায়ান্ট অ্যামাজন। তবে শুধু বাণিজ্যখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে চ্যাটবটটি। যার জন্য বছরে গুণতে হবে সর্বনিম্ন ২০ ডলার। অ্যামাজনের দাবি, কিউ ব্যবহারে কপিরাইটজনিত সমস্যার মুখে পড়তে হবে না ব্যবহারকারীকে।
এই সম্পর্কিত অন্যান্য খবর
যমুনা রেল সেতুতে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ গতিতে ট্রেন চলাচল
কৃষি প্রযুক্তি প্রয়োগে লবণাক্ততা নিরসনে কাজ করছে একদল গবেষক
প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের আহ্বান
চিপ ডিজাইন প্রযুক্তি শেয়ার করবে র্যাপিডাস ও ডেনসো
ওয়ালটন ডিজি-টেক ও এমআইএসটির সমঝোতা স্মারক সই