সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে মহাসচিব মুজিবুল হক চুন্নু ২৮৯ আসনের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৩০০ আসনের মধ্যে বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান জাপা মহাসচিব ।
চুন্নু আরও বলেন, রওশন এরশাদ এখনও ফরম নেননি। তাকে সম্মান করে আমরা ময়মনসিংহ-৪ আসন ফাঁকা রেখেছি। দুই তিনটি আসনে আমরা প্রার্থী পাইনি। বর্তমান এমপি প্রায় সবাই মনোনয়ন পেয়েছেন। এছাড়া রুস্তম আলী ফরাজী দলের সাথে যোগাযোগ না রাখায় আমরা তাকে মনোনয়ন দেইনি। মশিউর রহমান রাঙ্গার দলের সদস্য পদ না থাকায় তাকে মনোনয়ন দেয়া হয়নি।
জাতীয় পার্টির যারা মনোনয়ন পেয়েছেন-





-320x167.webp)