বাজার
দেশে এখন
0

'সরকারের একার পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়'

শাহনুর শাকিব
ঢাকা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে জনগণের সচেতনতা ও বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন। সরকারের একার পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে জাতীয় ভোক্তা অধিকার আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় ভোক্তা অধিকার বিষয়ে সবাইকে সচেতন করতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। বলেন, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে সরকার।

বাজার নিয়ন্ত্রণে নিয়মিতই মাঠে থাকে জাতীয় ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংস্থা। কিন্তু তারপরও কেনো নিত্যপণ্যের দাম সবার নাগালে আসতে দেরি হচ্ছে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেসরকারি খাতের ভূমিকাই বা কী? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

অনুষ্ঠানে ভোক্তা অধিকারের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রে উৎপাদন ভালো হলেও বিপণন ব্যবস্থায় সিন্ডিকেটের কারণে অস্থির হয় বাজার। সকলের বিরুদ্ধে নয়, কতিপয় অসাধু ব্যবসায়ীর বিরূদ্ধেই অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

এমএসআরএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর