পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ’সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ৩০০ আসনেই লাঙল প্রতীকে প্রার্থী দেবে দল। তবে কৌশলগতভাবে অনেক কিছু হতে পারে।’
এদিকে রওশন এরশাদ ময়মনসিংহ ৪ ও সাদ এরশাদ রংপুর ৩ আসনের জন্য মনোনয়ন ফরম রাখতে বলেছেন বলে জানা গেছে।
এদিকে ৫ দিনে সোয়া পাঁচ কোটি টাকার বেশি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। এখন পর্যন্ত এক হাজার ৮০০টির বেশি ফরম বিক্রি করা হয়েছে। এখন প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
গত ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি এবং শুক্রবার ১৫টি ফরম কেনেন মনোনয়নপ্রত্যাশীরা।





-320x167.webp)