৫ দিনে জাতীয় পার্টির ৫ কোটি ২৫ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ হাজার ৭৫২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি।

যা থেকে দলটির আয় হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

গত ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি এবং আজ শুক্রবার ১৫টি ফরম কিনেছেন মনোনয়ন প্রত্যাশীরা।

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং পরদিন রোববার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।

আরও পড়ুন: