দেশে এখন
0

ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইন-অফলাইনে মিলবে আগাম টিকিট

প্রথমদিন সকাল ৮টা থেকে মিলবে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট। বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম শিশির এখন টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ট্রেন পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছাবে ভোর ৬টা ৪০ মিনিটে। এছাড়া কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশন ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ৯টা ১০ মিনিটে।

রেলওয়ে সূত্র বলছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা ও এবং স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণির চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১৭২৫ টাকা ধরা হয়েছে।

গেলো ১১ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।