গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ; দুই শিশুসহ মায়ের আত্মহত্যা

রেললাইন
রেললাইন | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের পুবাইলে দুই শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানী পাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত হাফেজা খাতুন মালা গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা দুই শিশু মালা বেগমের সন্তান বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, সকালে পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানী পাড়া এলাকার রেললাইনের ওপরে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। শিশু দুটির মধ্যে একজন ছেলে এবং অপরজন মেয়ে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।

এসএস