দেশে এখন
0

দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে ভারতে যাবেন তিনি। সফরে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠকের পাশাপাশি দিল্লিতে অবস্থিত ৯০টি দেশের কূটনৈতিক মিশনে ঢাকার অগ্রগতি সম্পর্কে জানাবেন পররাষ্ট্র সচিব।

এ সফরে বাংলাদেশের স্বরাষ্ট্র, বাণিজ্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

নির্বাচনের আগে রাজনৈতিক কোনও বার্তা নিয়ে যাচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে, পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনও বার্তা নিয়ে যাওয়া বা এ সংক্রান্ত কিছু আমাদের এজেন্ডায় নেই।’

তিনি বলেন, ‘গত ১০ মাসে প্রচুর অগ্রগতি হয়েছে। সেগুলোর বিষয়ে পর্যালোচনা এবং নির্বাচনের পরে বা আগামী বছরে কোন কোন জায়গায় আরও বেশি কাজ করতে পারি, সে জায়গা ঠিক করা, যাতে সময় নষ্ট না হয়।’

৯০টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত দিল্লি থেকে বাংলাদেশের স্বার্থ দেখাশোনা করেন জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘তাদের সঙ্গে আমি একটি বৈঠক করবো। সেখানে ওইসব মিশন প্রধানদের আমাদের উন্নয়নের যে অগ্রগতি সেটি সম্পর্কে জানাবো। পাশাপাশি বর্তমান পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, বিশেষ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারের এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তাদের অবহিত করবো।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও বাংলাদেশের দুই পররাষ্ট্র সচিবের মধ্যে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে।