প্রদর্শনীটি উৎসর্গ করা হবে সম্প্রতি প্রয়াত লালন সঙ্গীতের অন্যতম প্রধান শিল্পী ফরিদা পারভীনের স্মৃতির উদ্দেশ্যে। লালন সাঁইয়ের জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।
আরও পড়ুন:
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবীর, আপন আহসান, তানজুম আরা পল্লী, রাশেদুল আওয়াল শাওন, ত্রপা মজুমদার প্রমুখ।





