ময়মনসিংহে পাইকারিতে কিছুটা কমেছে সবজির দাম

কাঁচাবাজারে খুচরা বিক্রেতা ও ক্রেতা
কাঁচাবাজারে খুচরা বিক্রেতা ও ক্রেতা | ছবি: এখন টিভি
1

পাইকারিতে কিছুটা কমেছে সবজির দাম। আমদানির প্রভাবে হালিতে ৮ টাকা কমেছে ডিম। সরবরাহ বাড়ায় ময়মনসিংহে পাইকারিতে কিছুটা কমেছে সবজির দাম। তবে একই বাজারে প্রতিকেজি সবজিতে ১৫ থেকে ২৫ টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। আমদানির প্রভাবে সপ্তাহের ব্যবধানে হালিতে ৮ টাকা কমেছে ডিম। তবে এখনও চড়া মাছ, আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম।

ময়মনসিংহ নগরীর একমাত্র পাইকারি সবজির হাট মেছুয়া বাজার ঘুরে দেখা যায়, টানা রাজনৈতিক নানা কর্মসূচির কারণে কয়েক সপ্তাহ ধরেই বাজার ছিল চড়া। তবে বৃহস্পতিবার সরবরাহ বাড়ায় পাইকারি বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম।

লাল, পুঁই, মুলা, সরিষা শাকের আঁটি বিক্রি হচ্ছে ৩ থেকে ১০ টাকায়। গেলো সপ্তাহে যা ছিল ১৫ থেকে ২০ টাকা। এছাড়া কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে কাঁচামরিচ ৮০, ফুল কপি-বাঁধাকপি ৪০ থেকে ৫০, ঢ্যাঁড়স ৪০, করলা ৩৫ আর বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

বিক্রেতারা বলেন, ‘আগের থেকে উৎপাদন বেড়েছে, ফলে প্রতিটি সবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা।’

এদিকে সব হিসাব যেন বদলে যায় খুচরা বাজারে। বৃহস্পতিবার সকাল ৯টার পর একই বাজারে ফুলকপি ৭০, লাউ ৬০, করলা, ঢ্যাঁড়স, শিম ৬০ আর বেগুনের কেজি ৫০ টাকা।

অন্যদিকে আলু, পেঁয়াজ রসুনসহ নিত্যপণ্যের বাজারে আরেকদফা চাপে ক্রেতারা। মিলছে না সদাইয়ের ফর্দের সাথে পকেটের সামর্থ্য। পেঁয়াজ ৯৫ থেকে ১২০, রসুন ১৬০ থেকে ২০০, আদা ২০০ আর শুকনো মরিচের কেজি ৪৫০ টাকা।

ক্রেতারা বলেন, ‘বাসা থেকে যে বাজেট নিয়ে আসি, বাজারে এসে সেই বাজেটে মেলে না অর্ধেক পণ্যও। দ্রব্যমূল্য একটু কমলে সাধারণ মানুষদের টিকে থাকাটা একটু সহজ হবে।’

ময়মনসিংহে হিমাগার না থাকায় মৌসুমের শুরুতেই শেষ হয়ে যায় স্থানীয় কৃষকের আলু। পর্যাপ্ত সরবরাহ না থাকায় এক দিনের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে বড় আলু ৫০, দেশি ছোট আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

সপ্তাহ ব্যবধানে হালিতে ৮ টাকা কমে মুরগির ডিম ৪০ আর হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এদিকে মুরগি ও গরুর মাংসের বাজার অপরিবর্তিত থাকলেও সরবরাহ কমে যাওয়ায় কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে বেশিরভাগ মাছের দাম।

সেজু