গ্রামীণ কৃষি
কৃষি
0

সুনামগঞ্জে শীত উপেক্ষা করে শুরু হয়েছে বোরো আবাদ

হাওরের পানি নামায় তীব্র শীত উপেক্ষা করে শুরু হয়েছে বোরোর আবাদ। ইতোমধ্যে সুনামগঞ্জের ১৩৭টি হাওরে মাঠ প্রস্তুত ও বোরো চারা রোপণে ব্যস্ত প্রায় ১০ লাখ কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর সাড়ে ৪ হাজার কোটি টাকার ধান ঘরে তোলার আশা তাদের।

পৌষের হিমেল হাওয়ার মাঝেই সুনামগঞ্জে বোরো চারা রোপণে ব্যস্ততা কৃষকের। পৌষ-মাঘ দুই মাস বোরোর চারা রোপণে দিনভর চলে কর্মযজ্ঞ। মৌসুম চলায় কেউ বীজ রোপণের জন্য জমি প্রস্তুত করছেন, কেউবা প্রস্তুত করা জমিতে চারা রোপণ করছেন।

চলতি বছর এই জেলার হাওরের প্রায় ১০ লাখ কৃষক দুই লাখ ২৩ হাজার হেক্টরের বেশি জমিতে বোরোর আবাদ করছেন। আবহাওয়া ভালো থাকলে এবার ৯ লাখ ১৮ হাজার টন চাল উৎপাদিত হবে।

যেখান থেকে অন্তত সাড়ে চার হাজার কোটি টাকার ধান-চাল বেচাকেনা হতে পারে। তবে আগাম ঢল বা বন্যা হানা না দিলে এপ্রিলের মাঝামাঝি ধান ঘরে তোলার আশা কৃষকদের।

এদিকে বোরো চাষে কৃষককে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে সার্বিক সহায়তায় তৎপর কৃষি বিভাগ।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে আমরা প্রশিক্ষণের পাশাপাশি কৃষকদের নতুন জাত চাষের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়া মাঠ পর্যায়ে কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।’

গেল বছরের কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের কৃষিখাতের প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতি হয়। তবে চলতি মৌসুমে ফসল রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণকাজ শেষ করার দাবি কৃষকদের।

এএম