রাজধানী ঢাকার অদূরেই হলুদের সাম্রাজ্য। ধামরাই উপজেলার ফসলের মাঠ-প্রান্তরে সরিষা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে দিয়েছে অন্য এক রূপ।
এসব ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে ধামরাই উপজেলায় প্রায় ৭ হাজার ২২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যার মধ্যে বেশিরভাগ জমিতেই বারি-১৪, ১৭, ১৮ এবং বিনা ৯ ও ১১ জাতের সরিষা রোপণ করেছেন কৃষকরা।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং উন্নত জাতের সরিষা রোপণ করায় গত মৌসুমের তুলনায় ভালো ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের।
সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমাতে ও সরিষা চাষের পরিসর বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষকদের বিনামূল্যে বীজ ও সার্বিক সহায়তায় তৎপর কৃষি বিভাগ।
ধামরাই উপজেলা কৃষি অধিদপ্তরের মো. আরিফুল ইসলাম বলেন, ‘আধুনিক সরিষার চাষ হয়েছে মাঠে যার ফলন অনেক বেশি ।এগুলো ঝড়ে পড়বে কম যে কারণে কৃষক অনেক বেশি লাভবান হবেন। এছাড়াও এ ধরনের সরিষা থেকে বেশি তেল পাওয়া যাবে।’
তবে, মৌসুমী এ ফসলের উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণসহ আর্থিক সহায়তার দাবি কৃষকদের।