গ্রামীণ কৃষি
কৃষি
0

আলুর বীজ সংকটে উত্তরাঞ্চলের চাষীরা

বীজ সংকটে পড়েছেন উত্তরাঞ্চলের আলু চাষীরা। ৫৬ টাকা কেজি আলুর বীজ কিনতে হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে। এরপরেও মিলছে না ভালো বীজ। এতে করে বগুড়া-জয়পুরহাট অঞ্চলের অনেক কৃষকই বীজের অভাবে সময়মতো আলু রোপণ নিয়ে শঙ্কায় আছেন। জরুরি ভিত্তিতে সংকটের সমাধান না করা গেলে উৎপাদন কমে যেতে পারে। এতে সামনের মৌসুমে আলুর দামের প্রভাব পড়তে পারে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর